নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস অস্ট্রেলিয়ার একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। গতকাল ভিক্টোরিয়ার আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে খেলায় তিনি ৮১ বল খেলে অপরাজিত ২২৯ রান করেন। এ সময় তাঁর স্ট্রাইকরেট ছিল ২৮২.৭১, ইনিংসে তিনি মেরেছেন ২৩ ছক্কা ও ১৪ চার।
এডওয়ার্ডসের দল ম্যাচে প্রতিপক্ষ ছিল উইলিয়ামস ল্যান্ডিং এসসি। তিনি ওপেনিংয়ে নামার পর মাত্র ২৩ বলে ফিফটি পূর্ণ করেন এবং ইনিংসের ১১তম ওভারে সেঞ্চুরি স্পর্শ করেন। ১৭তম ওভারে ১৫০ রানের মাইলফলক অতিক্রম করেন এবং শেষ চার ওভারে ১৪টি বাউন্ডারি হাঁকান, যার মধ্যে ১২টি ছক্কা। ১৬ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২১২, এবং ২০ ওভারে শেষ স্কোর ৩০৪/২।
ম্যাচে আলটোনা জেতে ১৮৬ রানে। ৩০৪ রান তাড়া করতে নেমে উইলিয়ামস ল্যান্ডিং থামে ১১৮ রানে। এই ইনিংসের পর পয়েন্ট টেবিলে আলটোনা ডিভিশন ওয়ান ক্লেঞ্জো গ্রুপ শিল্ডে দ্বিতীয় স্থানে এবং ছয় দলের লিগে উইলিয়ামস ল্যান্ডিং চতুর্থ স্থানে রয়েছে।
যদিও এটি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ নয়, তাই ডাবল সেঞ্চুরি হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টির রেকর্ডে কোনো পরিবর্তন হয়নি। এডওয়ার্ডসের আন্তর্জাতিক টি২০তে সর্বোচ্চ স্কোর এখনও ৯৯।
